কর্মচারীদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে: তাজউদ্দীন আহমদ
ঢাকা: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেন, বেসামরিক কর্মচারীদের চাকুরীতে বৈধ নিরাপত্তার নিশ্চয়তা এবং সকল ভয় ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে রেখে স্বাধীনভাবে কাজ করার ন্যায়সঙ্গত সুযােগ দিতে হবে। সােমবার জাতীয় জন-প্রশাসনিক প্রতিষ্ঠান (নিপা),র আয়ােজিত ৪ দিন ব্যাপী উন্নয়ন প্রশাসন সম্পর্কিত সেমিনারে উদ্বোধনী ভাষণে জনাব তাজউদ্দীন আহমদ উপরােক্ত মন্তব্য করেন। নি,পা,র মহাপরিচালক জনাব এস বি চৌধুরীর সভাপতিত্বে এই সেমিনার বাংলাদেশে নিযুক্ত পশ্চিম জার্মান রাষ্ট্রদূত ড. রিটারও ভাষণ দান করেন। অর্থমন্ত্রী তার ভাষণে বলেন, জনপ্রশাসনিক বেসামরিক কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই নির্বাচনী ম্যান্ডেট বাস্তবায়নে তারা যাতে সরকারকে নির্ভুল পরামর্শ দিতে পারেন, তার জন্য তাদের চাকুরীতে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি পশ্চিম জার্মান রাষ্ট্রদূত ড. রিটার বলেন, এই সেমিনার বাংলাদেশের জনগণের স্বার্থের একটি নতুন পথের সন্ধান দিবে।৮৬
রেফারেন্স: ২৫ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত