You dont have javascript enabled! Please enable it! 1974.02.26 | ঢাকা ও পিন্ডির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

ঢাকা ও পিন্ডির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান

মস্কো: সােভিয়েত ইউনিয়ন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অবিলম্বে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। সােভিয়েত কমিউনিস্ট পার্টির মুখপাত্র প্রাভদায় দু’দেশের পারস্পরিক স্বীকৃতিতে স্বাগত জানিয়ে বলা হয়, পাকিস্তান ও বাংলাদেশ এই প্রদক্ষেপ গ্রহণ করে উপমহাদেশে এই সম্পর্ক স্বাভাবিকরণের ব্যাপারে তাৎপর্যময় অবদান রেখেছেন। অবশ্য প্রাভদায়। বলা হয়, দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না হওয়া পর্যন্ত এই লক্ষ্য অর্জিত হবে না। তাতে বাংলাদেশের জাতিসংঘে অন্তর্ভুক্তির পথেও প্রতিবন্ধকতার সৃষ্টি থাকতে পারে।৯৪

রেফারেন্স: ২৬ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত