আগামী মে মাসে ঢাকায় বাংলাদেশ-ভারত-পাকিস্তান শীর্ষ বৈঠক
ঢাকা: আগামী মে মাসের প্রথম সপ্তাহে ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান-ভারত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লি চুক্তির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের উদ্দেশ্যেই এই বৈঠকের আয়ােজন করা হয়েছে। কূটনৈতিক সূত্রে প্রকাশ, বাংলাদেশ এবং ভারত এই বৈঠক ঢাকায় অনুষ্ঠানের ব্যাপারে একমত। তাতে পাকিস্তান কি মতাে পােষণ করে, তা জানা যায় নাই। পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের পরই এই ধরনের বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলােচনা হয়। এই বৈঠকে জনাব জুলফিকার আলী ভুট্টো মিসেস ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের স্ব স্ব দেশের নেতৃত্ব করবেন। ভারতের স্টেটসম্যান পত্রিকার উদ্ধৃতি দিয়ে বিপিআই জানিয়েছেন যে, এই বৈঠকে যুদ্ধবন্দি বিচারসহ উপমহাদেশের অন্যান্য সমস্যা আলােচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।৮৩
রেফারেন্স: ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত