You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর মানবিক দৃষ্টিভঙ্গি সমঝােতাকে সম্ভব করেছে

লন্ডন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লন্ডনের দৈনিক গার্ডিয়ান পত্রিকায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেছেন। গত শনিবার পত্রিকার সম্পাদকীয়তে বলা হয় কেবলমাত্র বঙ্গবন্ধুর মহানুভবতা ও দুঃস্থের প্রতি তার গভীর উদ্বেগের বেফলেই বাংলাদেশ ও পাকিস্তান উভয় রাষ্ট্রে আটকিয়ে পড়া লােকজনের অসহনীয় দুঃখ দুর্দশা মােচনের জন্য অপরিহার্য কূটনৈতিক সমঝােতা প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। পাকিস্তানের স্বীকৃতিকে একটি অপরিহার্য ঘটনা বলে উল্লেখ করে পত্রিকায় বলা হয় যে তা কোনাে আকস্মিক ব্যাপার নয়। পত্রিকায় মন্তব্য করা হয় স্বীকৃতির ফলে যুদ্ধ ও শান্তি প্রশ্নে কোন পরিবর্তন অথবা নাটকীয় উত্থানপতন সূচিত হবে না। তবে এক বা দুই বছর পূর্বে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিলে। উপমহাদেশের জন্য তা একটি সৎ সাহসিকতাপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতাে। ১৯৫ জন যুদ্ধবন্দির বিচার প্রসঙ্গে পত্রিকায় একটি প্রশ্নের অবতরণ করা হয়। প্রশ্নটা হচ্ছে যারা বাংলাদেশের হত্যাযজ্ঞে মেতে উঠেছিল প্রকৃতির অমােঘ নিয়মে তাদের কিছুসংখ্যক ইতােমধ্যেই কি শাস্তি ভােগ করে নাই? সম্পাদকীয়তে বঙ্গবন্ধুকে পুরােপুরি একজন সৎ ও মহান ব্যক্তি বলে অভিহিত করা হয়।৮৫

রেফারেন্স: ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!