You dont have javascript enabled! Please enable it!

ভােগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে: সৈয়দ নজরুল ইসলাম

ঢাকা: শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, গত দু’বছর সুপরিকল্পিত প্রচেষ্টার ফলে আজ বাজারে নিত্যপ্রয়ােজনীয় ভােগ্যপণ্যের সরবরাহ অপেক্ষাকৃত সহজ হয়েছে। রাষ্ট্রায়ত্ত শিল্প ছাড়াও বেসরকারি শিল্পে উল্লেখযােগ্য উৎপাদন বৃদ্ধি পেয়ে বাজারে বিভিন্ন দ্রব্যের দুষ্প্রাপ্যতার আশঙ্কা দূর হয়েছে। শুক্রবার সােহরাওয়ার্দী উদ্যানে আয়ােজিত প্রথম জাতীয় শিল্প ও কৃষি মেলার উদ্বোধনকালে এই কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন যে, কোন দেশের অগ্রগতি ও অর্থনৈতিক অগ্রগতির বাস্তব প্রতিচ্ছবি রূপায়িত হয় সেই দেশের জাতীয় মেলায় এবং এই মেলা গত দশ বৎসরের অগ্রগতির চিত্র তুলে ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন যে, গত দুই বছরের অগ্রগতির বাস্তব মূল্যায়নের উপর নির্ভর করে আগামী দিনের রাষ্ট্রীয় পরিকল্পনা। শিল্পমন্ত্রী বলেন, এখনও দেশের লােকেরা অসুবিধা ও নানা দুঃখ দুর্দশার সম্মুখীন। তাদের সমস্যার অন্ত নাই। তবে সরকার সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন ও জাতীয় সম্পদের সীমাবদ্ধতার মধ্য হতে ক্রমশ তা নিরসনের চেষ্টায় নিয়ােজিত। সােহরাওয়ার্দী উদ্যানে আয়ােজিত প্রথম জাতীয় শিল্প ও কৃষি মেলা উদ্বোধনকালে শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম কৃষি ক্ষেত্রে অগ্রগতি উল্লেখ করে বলেন, বর্তমান হারে অধিক খাদ্য অভিযান চালাতে থাকলে আগামী ৫ বছরেই দেশ খাদ্য ঘাটতি পূরণ করা তথা খাদ্যে স্বনির্ভরতা অর্জনে সক্ষম হবে। শিল্প উৎপাদনের ক্ষেত্রে সাফল্যজনক অগ্রগতির উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন বর্তমান অগ্রগতি অব্যাহত থাকলে শিল্পগুলাে এই বছর উৎপাদন লক্ষ্যে পৌছাতে পারবে। শিল্পমন্ত্রী বলেন যে, সমাজতন্ত্র লক্ষ্য হলেও সরকার বিশ্বাস করেন যে, পরিকল্পিত কাঠামাের মধ্য থেকে সীমাবদ্ধতা বেসরকারি খাদ্যের গুরুত্ব অপরিসীম। তাই সরকার ব্যক্তিগত মালিকানায় শিল্প সম্প্রসারণের জন্য অনেক সুযােগ সুবিধা রেখেছেন। পূর্বাহের প্রদর্শনীর চেয়ারম্যান বলেন, স্বাধীনতা যুদ্ধের ক্ষয়ক্ষতি গত দুই বছরে কতখানি পুনরুজ্জীবিত হয়েছে তা এই প্রদর্শনীর উদ্দেশ্য। তবে তিনি জানান যে, সব স্টলের নির্মাণ কাজ শেষ হয় নাই। কারণ দেশে উপকরণের অভাব রয়েছে। সােহরাওয়ার্দী উদ্যানে মােট ৪৩ এক জমির উপর ২৩১ টি স্টল ও ৪৩ টি প্যাভেলিয়ন নির্মাণ করা হয়েছে এবং অর্ধ শতাধিক স্টলের নির্মাণ কাজ বাকী রয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১১ টা পর্যন্ত প্রদর্শনী খােলা থাকবে।৭৪

রেফারেন্স: ২২ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!