সমাজবিরােধীদের উৎখাতে সরকারের সাথে সহযােগিতা করুন
নোয়াখালী : রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা সমাজবিরােধী চক্রটি উৎখাতের উদ্দেশ্যে সরকারি প্রচেষ্টা সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে, দেশ পুনর্গঠনের কাজে জনগণের ভূমিকা রয়েছে এবং তাদের সহায়তা ছাড়া কোন সরকারি প্রচেষ্টায় সাফল্য আসতে পারে না। রাষ্ট্রপতি আজ নােয়াখালী জেলা বার এসােসিয়েশন ২ কে প্রদত্ত সংবর্ধনার জবাবে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন যে, বঙ্গবন্ধুর সরকার জনগণের সমস্যাবলী সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং তাদের দুঃখ-দুর্দশা মােচন করতে দৃঢ়প্রতিজ্ঞ। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন যে, এই সমস্যা সারা বিশ্বের, বাংলাদেশের একার নয়। তিনি আরও বলেন যে, মজুতদার মুনাফাখাের ও কালােবাজারীদের তৎপরতার বিরুদ্ধে আমাদের সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরােধ করতে হবে। জনাব মােহাম্মদ উল্লা বলেন যে, আইন। অনুযায়ী তাদের শাস্তি দিতে হবে। অবশ্য নিজেদের হাতে আইন তুলে না নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি তাদেরকে ধৈর্য ধারণের পরামর্শ দেন। বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন যে, মাত্র দুবছরের মধ্যে সরকার জনসাধারণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য যথাসাধ্য কাজ করেছে। আইনজীবীদের মহান পেশার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন যে, আইনজীবীরা মুক্তি চিন্তার অগ্রপথিক। তাদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন যে, তারা সর্বদা সত্যকে সমুন্নত রেখেছেন। তারা ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের সঙ্গে একাত্মতা ছিলেন। যে আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা রূপ পরিগ্রহ করেছে।
তিনি জনমত সৃষ্টি ও গঠনমূলক সমালােচনার মাধ্যমে সরকারকে সাহায্য করার পরামর্শ দেন। রাষ্ট্রপতি তার ব্যক্তিগত তহবিল থেকে বার লাইব্রেরীকে ৫ হাজার টাকা দান করেন। পূর্বাহ্নে রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে নােয়াখালী জেলা বার এসােসিয়েশন সভাপতি সাখাওয়াতুল্লাহ কতিপয় রাজনৈতিক দল কর্তৃক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির ব্যাপারে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যে, তার ফলে সীমিত আয়ের লােকজন ভীষণ অসুবিধার সম্মুখীন হয়েছেন।৭৭
রেফারেন্স: ২২ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত