You dont have javascript enabled! Please enable it!

দুঃখী মানুষের কল্যাণে আত্মনিয়ােগের শপথ চাই: বঙ্গবন্ধু

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে বলেন, আজ মহান একুশে ফেব্রুয়ারি। ৫২’র এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলা মায়ের অমর সন্তান সালাম, বরকত, রফিক, জব্বার এবং আরও অনেকে আত্মত্যাগের যে আদর্শ রেখে গিয়েছেন, সমগ্র জাতি আজ তা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে। ৫২’র ২১শে রক্তরাঙ্গা পথ ধরে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন এবং স্বাধিকার চেতনা ধীরে ধীরে দুর্বার গতি লাভ করে ৭১এর ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
স্বাধীন বাংলার মানুষ আজ আর এক সংগ্রামে নিয়ােজিত সে সংগ্রাম অর্থনৈতিক মুক্তির, শশাষণমুক্ত সােনার বাংলা গড়ার এই সংগ্রাম তথা বাংলার দুঃখী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়ােগের শপথই হবে মহান একুশে ফেব্রুয়ারির শহীদের প্রতি সম্মান প্রদর্শনের সর্বোত্তম পন্থা।৭২

রেফারেন্স: ২১ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!