You dont have javascript enabled! Please enable it! 1974.02.20 | চাহিদার ভিত্তিতে ফারাক্কার মীমাংসা করতে হবে- খােন্দকার মােশতাক আহমদ | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

চাহিদার ভিত্তিতে ফারাক্কার মীমাংসা করতে হবে

ঢাকা: বাণিজ্য ও বৈদেশিক মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ বুধবার পুনরুল্লেখ করেন যে, চাহিদার ভিত্তিতেই ফারাক্কা সমস্যার সমাধান করতে হবে। তিনি বন্যা নিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব ত্যাগ করেন। তিনি অপরাহ্নে ওয়াপদা মিলনায়তনে ওয়াপদা কর্মচারীগণ কর্তৃক আয়ােজিত তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠনে বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে বন্য নিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎবিষয়ক মন্ত্রী জনাব আব্দুর রব সেরনিয়াবাত প্রতিশ্রুতি দেন যে, ফারাক্কা সমস্যা সমাধানে জাতীয় স্বার্থ রক্ষা করা হবে। বাণিজ্যমন্ত্রী দেশের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, সরকার বর্তমান অসুবিধাসমূহ কাটিয়ে উঠার জন্য সবদ্ধ প্রচেষ্টা চালাচ্ছে। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব কে. এম. ওবায়দুর রহমানও উপস্থিত ছিলেন।৭০

রেফারেন্স: ২০ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত