You dont have javascript enabled! Please enable it!

মন্ত্রিসভার দফতর পুনর্বণ্টন

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঙ্গলবার মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দফতর পুনর্বণ্টন করেছেন। গত সােমবার জনাব এ এইচ এম কামারুজ্জামানের পদত্যাগের পরিপ্রেক্ষিতে খন্দকার মােশতাক আহমদকে বাণিজ্য ও বৈদেশিক দফতরের দায়িত্ব দেয়া হয়েছে। পক্ষান্তরে জনাব আবদুর রব সেরনিয়াবত ও মােল্লা জালাল উদ্দিনকে যথাক্রমে বন্যানিয়ন্ত্রণ, পানি সম্পদ ও বিদ্যুৎ উন্নয়ন দফতর এবং রাজস্ব ও ভূমিসংস্কার দফতরের দায়িত্ব প্রদান করা হয়েছে। ইতােপূর্বে জনাব সেরনিয়াবাত ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার দফতরের মন্ত্রী ছিলেন। অপরদিকে মােল্লা জালাল উদ্দিনের পূর্বেকার বন, মৎস্য ও গবাদি পশু দফতর প্রধানমন্ত্রী নিজেই রেখেছেন। জনাব রিয়াজ উদ্দিন উক্ত দফতরের প্রতিমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন। যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলীকে স্বরাষ্ট্র দফতরেরও ভার দেয়া হয়েছে।৬৭

রেফারেন্স: ১৯ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!