You dont have javascript enabled! Please enable it!

স্বেচ্ছাসেবক বাহিনীকে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগের আহ্বান

ঢাকা: সােমবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী ঢাকা বিভাগের সমস্ত জেলা ও থানা প্রধানদের এক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী, উপ-প্রধান জনাব মাহফুজুল বারী, সভায় বিভিন্ন জেলা ও থানা থেকে আগত প্রধান এবং উপ-প্রধানগণ স্বেচ্ছাসেবক বাহিনীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং বাহিনীকে শক্তিশালী করার জন্য সংগঠনের বিভিন্ন দিক সম্পর্কে আলােচনা করেন। সভাপতির ভাষণে জনাব মাহফুজুল বারী স্বেচ্ছাসেবক বাহিনীর পূর্ব সুনাম অক্ষুন্ন রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানান। জনাব মাহফুজুল বারী বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পর্যালােচনা করে বলেন যে, সমাজবিরােধী অর্থাৎ সমাজতন্ত্রের শত্রুদের নির্মূল করার জন্য স্বেচ্ছাসেবক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি থানায় থানায় আদর্শ তাঁত শিল্প গড়ে তােলে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশগড়ার কাজে আত্মনিয়ােগের জন্য আহ্বান জানান।৬৩

রেফারেন্স: ১৮ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত