You dont have javascript enabled! Please enable it!

ঢাকা জেলার উন্নয়ন তৎপরতা জোরদারের উপর গুরুত্ব আরােপ

মঙ্গলবার ঢাকা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ৩ ঘণ্টা স্থায়ী এক বৈঠক ঢাকা জেলার ডেপুটি কমিশনার সৈয়দ রিয়াজুল হায়াতের সভাপতিত্বে ঢাকায় অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার সার্বিক উন্নয়নের জন্য কৃষি, নলকূপ স্থাপন, সার, শিক্ষা, পরিবার পরিকল্পনা, বনশিল্প ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলােচিত হয়। গ্রামবাসীর স্বার্থের দিকে লক্ষ্য রেখে সকল প্রকার উন্নয়ন কার্যক্রম জোরদার করার জন্য বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়। জেলা কৃষি অফিসার বলেন, ১৯৭৩-৭৪ সালে ২ হাজার ৬০১টি পাওয়ার পাম্পের সাহায্যে জেলার ৫৭ হাজার ৭২৫ একর জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, জানুয়ারি মাসের শেষের দিকে ২৩ হাজার ৬৬৪ মণ ৩৮ সের ১ ছটাক সার মজুত ছিল। বৈঠকে জেলা স্কুল। ইন্সপেক্টর বলেন যে, গৃহনির্মাণ সরঞ্জামের উচ্চমূল্য ও দুষ্প্রাপ্যতার জন্য কতিপয় প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব হয় নাই।
চলতি বছর বিশ্ব জনবর্ষ হওয়ার বিষয়েও বৈঠকে আলােচনা করেন। জেলা পরিবার পরিকল্পনা অফিসার জানান যে, চলতি বছরের জানুয়ারি থেকে নব প্রবর্তিত সমন্বিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচির অধীনে ১ হাজার ১২৯ জন পরিবার কল্যাণ কর্মচারী কাজ করছেন। বৈঠকে জেলা ডেপুটি কমিশনার সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযােগিতা কামনা করেন। বৈঠকে ঢাকা জেলার অনেক সংসদ সদস্যসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জেলা জনসংযােগ অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।৬৮

রেফারেন্স: ১৯ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!