ভাসানী সকাশে সমবায় মন্ত্রী
সন্তোষ, টাঙ্গাইল: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মতিউর রহমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে অপরাহ্নে ন্যাশনাল আওয়ামী পার্টি প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সাথে তার সন্তোষের বাসভবনে সাক্ষাৎ করেন এবং তার খোঁজখবর নেন। মওলানা বলেন, অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের রাজনৈতিক স্বাধীনতার কোনাে অর্থ হয় না। রিলিফের কথা উল্লেখ করে মওলানা সাহেব বলেন, ভিক্ষাবৃত্তি কখনও দেশকে স্বনির্ভর করতে পারে না। তিনি মন্ত্রীকে টেস্ট রিলিফের মাধ্যমে দরিদ্রদের অর্থনৈতিক সাহায্য দান করতে বলেন। জনাব মতিউর রহমানের সাথে আলােচনার সময় মওলানা সাহেব বলেন, ক্ষমতায় যাওয়ার কোনাে ইচ্ছে তার নেই। সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে মওলানা ভাসানী বলেন, তিনি এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকারের নিকট থেকে কোনাে সাহায্য চান না। কিন্তু তিনি মন্ত্রীকে তার সকাজ সমবায় সমিতির সদস্যদের নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে সুতা। সরবরাহের অনুরােধ জানান।
স্বীকৃতি দানের আহ্বান: ন্যাপ প্রধান মওলানা ভাসানী বলেন, ইসলামী সম্মেলনের সাফল্য ও বৃহত্তর স্বার্থে পাকিস্তানের অবিলম্বে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।৫৪
রেফারেন্স: ১৬ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত