দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর হাত শক্তিশালী করুন: তােফায়েল আহমদ
ভােলা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদ যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন সংগ্রামে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জনাব তােফায়েল আহমদ আজ অপরাহ্নে ভােলা সরকারি হাইস্কুল ময়দানে আয়ােজিত এক বিরাট জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য বহু নির্যাতন সহ্য করেছেন। তিনি জনগণের মুখে হাসি ফুটাতে বদ্ধপরিকর। জনাব তােফায়েল আহমদ বলেন যে সমস্ত রাজনৈতক দল সরকারের বিরােধিতা করছে, তারা জনগণকে বিভ্রান্ত করতে সক্ষম হবে না। কেননা জনগণ তাদের তৎপরতার সম্পর্কে সচেতন। তিনি হিংসাশ্রয় তৎপরতার পরিবর্তে বিরােধী দল সুষ্ঠু ও সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন। দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন যে, মুষ্টিমেয় যে সকল লােক দেশের শান্তি বিঘ্নিত করছে সমাজে তাদের স্থান নেই। তিনি দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সমূহের সাথে সহযােগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। গুপ্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন যে, এই সকল জঘন্য কাজে যারা লিপ্ত রয়েছে তারা সমাজের শত্রু এবং সমাজ থেকে তাদের নির্মূল করতে হবে। জনাব তােফায়েল আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, যে সমস্ত ব্যবসায়ী জনগণের দুর্দশাকে পুঁজি করে মুনাফার পাহাড় গড়েছে, তাদের স্থান নেই এবং তাদের আর সহ্য করা হবে না।৪৩
রেফারেন্স: ১২ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত