শ্রমিকদের উপর হামলাকারীগণ মেহনতি শ্রেণির বন্ধু নহে: বঙ্গবন্ধু
ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সােমবার বলেন যে, শ্রমিকদের উপর হামলাকারীগণ মেহনতী শ্রেণির বন্ধু নহে। তিনি জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টিকারী কাজের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, হরতাল পালন ও অনুরূপ কাজে লিপ্ত ব্যক্তিগণ দেশের কোন কল্যাণ সাধন করছে না। প্রধানমন্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন কর্মচারী শ্রমিক লীগের এক দল কর্মীর উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন। শ্রমিক কর্মচারীগণ বঙ্গবন্ধুকে তাদের দাবী দাওয়া অবহিত করার জন্য গতকাল অপরাহ্নে গণভবন গমন করেন। বি আর টি সি’র কর্মচারী শ্রমিক লীগ সভাপতি ও আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জনাব অবদুর রাজ্জাক এবং জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব আবদুল মান্নান এমপি মিছিলকারীদের সাথে ছিলেন। শ্রমিকগণ তাদের দাবী-দাওয়া সম্বলিত একটি স্মারক লিপি বঙ্গবন্ধুর কাছে পেশ করেন। বঙ্গবন্ধু তার যথার্থ বিবেচনার আশ্বাস দেন। স্মারকলিপিতে অন্যান্য বিষয়ে ৮ ফেব্রুয়ারি বি আর টি সি’র শ্রমিকদের উপর হামলাকারীদের শাস্তি, হামলায় আহতদের ক্ষতিপূরণ দান এবং নাশকতামূলক কার্য প্রতিহত করতে ব্যর্থ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানাে হয়। পূর্বাহ্নে আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বায়তুল মােকাররমের প্রাঙ্গণে বি আর টি সি’র শ্রমিক লীগের এক প্রতিবাদ জমায়েত অনুষ্ঠিত হয়।৩৬
রেফারেন্স: ১১ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত