You dont have javascript enabled! Please enable it!

শীঘ্রই রিলিফ কমিটিসমূহ বাতিল করা হবে

ঢাকা: ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমেন সােমবার প্রকাশ করেন যে, মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে গঠিত রিলিফ কমিটি সমূহ আগামী ২/৩ দিনের মধ্যে বাতিল করে দেয়া হবে। প্রতিমন্ত্রী জানান যে, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা সমূহে নির্বাচন সমাপ্ত হওয়ার পর রিলিফ কমিটি সমূহের প্রয়ােজনীয়তা ফুরিয়ে গেছে। কারণ নির্বাচিত স্থানীয় সংস্থাগুলােই উক্ত দায়িত্ব প্রতিপালনে সক্ষম। তিনি বলেন যে, এই পরিপ্রেক্ষিতিতে রিলিফ কমিটি সমূহ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং শীঘ্রই এই সিদ্ধান্ত ঘােষণা করা হবে। তিনি আরও জানান যে, সরকার ইতােমধ্যে নির্দেশ দিয়েছেন যে, টেস্ট রিলিফের কাজ ইউনিয়ন পরিষদের কর্মকর্তারাই সরাসরি পরিচালনা করবে। ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রতিমন্ত্রী জানান যে, পল্লী এলাকার উন্নয়ন কাজের জন্য সরকার টেস্ট রিলিফ বাবদ ৪ কোটি টাকা মঞ্জুর করেছেন। অধিক খাদ্য ফলাও অভিযানের সহায়ক প্রকল্পগুলাের উপর অগ্রাধিকার দেওয়ার জন্য সরকার নির্দেশ প্রদান করেছেন। এই উদ্দেশ্যে টেস্ট রিলিফের কাজে পুকুর ও খাল খনন, বাঁধ নির্মাণ প্রভৃতি কাজের উপর গুরুত্ব আরােপ করতে হবে। জনাব আবদুল মােমেন বলেন যে, চার কোটি টাকার মধ্যে ৩ কোটি টাকা জনসংখ্যার ভিত্তিতে সকল মহকুমায়। বণ্টন করা হবে, অবশিষ্ট এক কোটি টাকা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণের জন্য বরাদ্দ করা হবে। তিনি আরও বলেন যে, চলতি বৎসর রাস্তা নির্মাণের উপর গুরুত্ব আরােপ করা হয়েছে।৩৮

রেফারেন্স: ১১ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!