আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালােচনা
ঢাকা: সােমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের সাধারণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালােচনা করা হয়। স্বরাষ্ট্র ও যােগাযােগ মন্ত্রী জনাব মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, অতিরিক্ত আইজিপি এবং অন্যান্য পদস্থ সরকারি ও পুলিশ কর্মকর্তা উপস্থিতি ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের দেশের আইন-শৃঙ্খলার প্রতি সদা সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে সী ট্রাক সংগ্রহ করে দেশের নদী উপকূলীয় জেলাসমূহে টহলদারদের জন্য নৌ পুলিশ প্রকল্প জোরদারের নির্দেশ দেন। জনাব মনসুর আলী রাজধানীর জন্য ইতােমধ্যে গৃহীত মেট্রপলিটন পুলিশ প্রকল্পের কাজ ত্বরান্বিত করার উদ্দেশ্যে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দান করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করে। কর্মকর্তা ও কর্মচারীদের ভীতি বা আনুকুল্য পরিহার করে কর্তব্য পালনের আহ্বান জানান।৩৯
রেফারেন্স: ১১ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত