স্টেটসম্যানের সাথে বঙ্গবন্ধুর সাক্ষাৎকার
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, উপমহাদেশের তিনটি দেশ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে ভালাে প্রতিবেশীর মতাে বসবাস করতে হবে এবং শান্তির মাধ্যমে নিজেদের সমস্যাবলীরও সমাধান করতে হবে। বঙ্গবন্ধুর এই উক্তি আজ এখানে প্রকাশ পায়। ইতােপূর্বে স্টেটসম্যান পত্রিকার প্রতিনিধি শ্রী কুলদীপ নায়ারের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক পাকিস্তান সফর সম্পর্কে বঙ্গবন্ধু শ্রী নায়ারকে বলেন, পাকিস্তানের জনগণ তাকে যে বীরােচিত সংবর্ধনা দিয়েছেন তাতে তিনি গভীরভাবে অভিভূত হয়েছেন। তিনি বলেন, পাকিস্তানের ছেলে-মেয়েরা তাকে তার চিরাচরিত পােশাক-আশাকে দেখতে পেয়ে উৎফুল্লিত হয়ে ওঠে। প্রেসিডেন্ট ভূট্টো সম্পর্কে তিনি বলেন, তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। শ্রী নায়ারের বক্ষমান সাক্ষাৎকারে প্রকাশ, খুব শীঘ্রই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। বঙ্গবন্ধু তাকে এ কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে বঙ্গবন্ধু বিশেষ জোর দিয়ে বলেন, বাঙালিরা সাম্প্রদায়িক নয়। তিনি আরাে বলেন, প্রত্যেক হিন্দু উদ্বাস্তু তাদের সম্পত্তি ফেরত পেয়েছেন।৯৬
রেফারেন্স: ২৮ ফেব্রুয়ারি ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত