এতিম শিশুদের দায়িত্ব রাষ্ট্র ও সমাজকেই গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি
ঢাকা: দেশের সকল এতিম শিশুর দায়িত্ব রাষ্ট্র ও সমাজকেই গ্রহণ করতে হবে। রবিবার ঢাকার মিরপুর রােডের শ্যামলীতে এস ও এস শিশু পল্লীর উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি এ কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের স্বাধীনতা অর্জনে এই সকল শিশু চরম মূল্য দিয়েছে। কারণ মুক্তিযুদ্ধের সময় তাদের পিতামাতা অকালে প্রাণ বিসর্জন দিয়েছেন। পিতামাতার স্নেহ ভালােবাস বঞ্চিত শিশুদের সম্ভাব্য সব রকম যত্ন ও দায়িত্ব নেয়ার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছেন বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। বাংলাদেশে প্রথম এস ও এস শিশু পল্লী স্থাপনের জন্য রাষ্ট্রপতি এস ও এস ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী জনাব জহুর আহমদ চৌধুরী এই উপলক্ষে তাঁর ভাষণে বলেন, এ ধরনের গ্রাম প্রতিষ্ঠার ফলে আমাদের জাতীয় জীবনের এক বিরাট সমস্যার সমাধান সম্ভব হবে। এস ও এস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা সভাপতি ড, এইচ সি হ্যারমেন মেইনার এই উপলক্ষে তাঁর ভাষণে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা দেশে ৫০ টি স্থাপিত এস ও এস পল্লীর মধ্যে শ্যামলী পল্লী হচ্ছে ১শত তম এস ও এস পল্লী। এতিম শিশুদের পুনর্বাসিত করাই এই ধরনের পল্লী স্থাপনের মূখ্য উদ্দেশ্যে বলে তিনি উল্লেখ করেন।৩২
রেফারেন্স: ১০ ফেব্রুয়ারি ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত