জ্বালানির সরবরাহ নিশ্চিতের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে
ঢাকা: বৈজ্ঞানিক গবেষণা ও প্রাকৃতিক সম্পদ দফতরের মন্ত্রী ড. মফিজ চৌধুরী গতকাল শনিবার ঢাকায় বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং মূল্যবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ সরকার পেট্রোলজাত দ্রব্যের সরবরাহ নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেলজাত দ্রব্যের সরবরাহ নিশ্চিত করার জন্য ইরাক থেকে ১ লক্ষ টন অপরিশােধিত তেল আমদানির ব্যবস্থা করা হয়েছে। এই তেলের প্রথম চালান এসে পৌছার পর আগামী মাসের প্রথম সপ্তাহে ইস্টার্ণ রিফাইনারিতে পুনরায় উৎপাদন শুরু হবে। তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলজাত দ্রব্যের মূল্য কম রাখা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বিভিন্ন সময়ে তেলজাত দ্রব্যের মূল্যের কথা উল্লেখ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ড. মফিজ চৌধুরী সম্প্রতি ইরাক ও কুয়েতসহ তেল উৎপাদকারী কয়েকটি আরব দেশ সফর করেন। ছাতক সিমেন্ট কারখানায় উৎপাদন শুরু: তিনি বলেন, ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে শনিবার থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। প্রয়ােজনীয় কাঁচামাল পাওয়ায় ফ্যাক্টরিতে বর্তমানে প্রতি মাসে ৮ হাজার টন সিমেন্ট উৎপাদিত হবে।২৯
রেফারেন্স: ৯ ফেব্রুয়ারি ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত