You dont have javascript enabled! Please enable it! 1974.02.08 | কর্মরত শ্রমিকদের প্রতি জিল্লুর রহমানের অভিনন্দন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

কর্মরত শ্রমিকদের প্রতি জিল্লুর রহমানের অভিনন্দন

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান শুক্রবার একটি রাজনৈতিক দল কর্তৃক আহূত হরতালের ডাককে উপেক্ষা করে বিপ্লবী শ্রমিক সমাজ পােস্তগােলা, টংগী, তেজগাও, নারায়ণগঞ্জ, আদমজী, ঘােড়াশাল, ডেমরা, খুলনা, দৌলতপুর, খালিশপুর, যশাের, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের প্রায় সকল শিল্পাঞ্চলে উৎপাদন অব্যাহত রেখে দেশপ্রেমের পরিচয় দিয়েছে। সেই জন্য তাদের বিপ্লবী অভিনন্দন জানান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হরতালের দিন মূলত সন্ত্রাসমূলক কার্যকলাপ, সশস্ত্র দুষ্কৃতিকারী কর্তৃক যানবাহন দোকানপাট ইত্যাদির উপর এসিড বােমা ও গ্রেনেড নিক্ষেপ, গুলি বর্ষণ, দোকন পাট লুণ্ঠন, কর্মরত শ্রমিক ও নিরীহ লােকের উপর হামলা, সরকারি ও জনগণের জানমালের নিরাপত্তার উপরে মারাত্মক হুমকিতে পরিপূর্ণ একটি দিন।’ তিনি বলেন, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বি আর টি সি বাস এবং অন্যান্য সরকারি বেসরকারি যানবাহনে অগ্নিসংযােগ, রেললাইন তুলে দেয়াসহ যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার প্রচেষ্টা, কর্মরত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার ঘটনা জনগণ প্রত্যক্ষ করেছে। হরতালকে উপেক্ষা করে কাওরানবাজারে দোকান লুট করা হয়েছে, কার্জন হলের নিকটে বি আর টি সি বাসে অফিসগামী জনগণের উপর গুলি বর্ষণ করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে কয়েকটি গাড়িতে অগ্নিসংযােগ করা হয়েছে। পল্টনে হরতাল আহ্বানকারী দলের কেন্দ্রীয় নেতৃত্বে পরিচালনায় বঙ্গবন্ধু এভেন্যুতে অবস্থিত বি আর টি সি বাস ডিপােতে হাত বােমা, এসিড বােতল, গ্রেনেড নিক্ষেপ, বাস ভেঙে ফেলা এবং শ্রমিকদের নির্দয়ভাবে অমানষিক প্রহার করা হয়েছে। পূবাইল স্টেশনের অদূরে রেললাইন তুলে দেয়ার চেষ্টা হয়েছে, ঢাকায় অটো রিক্সা চালকদের উপর হামলা করা হয়েছে এবং যানবাহন পুড়িয়ে দেয়া হয়েছে। জনাব জিল্লুর রহমান বলেন, “আমাদের স্থির বিশ্বাস জনগণ হরতাল আহ্বানকারীদের মূল উদ্দেশ্য সম্পর্কে আরও পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। আমাদের দেশের অর্থনৈতিক ও সামাজিক বিপ্লবী ধারাকে রুখে দাঁড়ানােই ছিল এই হরতালের মূল লক্ষ্য। আমি সেই কারণেই তারা উৎপাদন হ্রাস, যােগাযােগ ব্যবস্থা বিচ্ছেদ, জনগণের ও সরকারি যানমালের উপর হামলা, নাশকতামূলক কার্যে লিপ্ত হয়েছে এবং মজুতদার, মুনাফাখাের, গণবিরােধী চক্র ইত্যাদি শ্রেণির জন্য অবাধ শােষণের সুযােগ করে দিচ্ছে। আমরা দেশবাসী জনগণকে এইসব হটকারী চক্রের অসৎ হীন উদ্দেশ্য সম্পর্কে সতর্ক করে দিয়ে ভবিষ্যতে যে কোনাে হটকারিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরােধ গড়ে তােলার আহ্বান জানান।২৫

রেফারেন্স: ৮ ফেব্রুয়ারি ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত