মুক্তাগাছার জনসভায় ভাসানী
মুক্তাগাছা: ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী বলেন যে, সরকার যদি আটকের বিশেষ ক্ষমতা বলে পুনরায় রাজবন্দি দিয়ে জেলখানা ভরে ফেলেন, তবে তিনি জেল ভেঙে তাদের মুক্ত করার জন্য আন্দোলন শুরু করবেন। তিনি এই আইনকে পাকিস্তান আমলের নিরাপত্তা আইনের নতুন সংস্কার’ বলে অভিহিত করেন। আজ এখানে বাংলাদেশ কৃষক সমিতি আয়ােজিত এক জনসভায় ভাষণদানকালে মওলানা বলেন, তিনি আওয়ামী লীগের সভাপতি থাকাকালে বর্তমান প্রধানমন্ত্রী নিরাপত্তা আইনে আটক সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দানের দাবী করেন। তিনি বলেন, শুধু তাই নয়। এমনকি ৩ বছর পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ নিরাপত্তা আইনের বিরুদ্ধে বক্তব্য রেখেছে এবং সংগ্রাম করেছে। কিন্তু দুঃখের কথা, তারাই আবার নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য একই পন্থা অনুসরণ করছে। মওলানা ভাসানী বলেন যে, আইনের জন্য মানুষ সৃষ্টি হয় নাই। তিনি কৃষকদের জন্য পাটের মূল্য মণ প্রতি ১ শত টাকা ধার্য করার আহ্বান জানান। তিনি আরও বলেন, কিন্তু ভারত তা হতে দেবে না। তিনি পরিস্থিতির বেপরিপ্রেক্ষিতে আগামী বছর পাট চাষ না করার পরামর্শ দেন।২৪
রেফারেন্স: ৭ ফেব্রুয়ারি ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত