You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের জন্য ৫ কোটি ডলার আই ডি এ ঋণ

ঢাকা: বিশ্বব্যাংকের অনুমােদিত আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (আই ডি এ) বাংলাদেশকে ৫ কোটি ডলারের নতুন ঋণ অনুমােদন করছে। ঢাকায় প্রাপ্ত বিশ্ব ব্যাংক সূত্রে জানা গেছে যে, এই ঋণ বাংলাদেশে কৃষি উন্নয়ন জোরদার ও শিল্প উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে। বাংলাদেশের জন্য সার আমদানি ও প্রধান শিল্পসমূহের উপকরণ আমদানির কাজে এই ঋণ ব্যবহৃত হবে। ৫০ বছরে এই ঋণ পরিশােধ করতে হবে। এই ঋণ সুদমুক্ত। তবে বার্ষিক শতকরা এক ভাগের ৩ চতুর্থাংশ সার্ভিস চার্জ দিতে হবে। আশা করা যাচ্ছে যে, আগামী ১৮ মাসের মধ্যে এই ঋণ কাজে লাগানাে হবে। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, ১৯৭২ সালের আগস্টে বাংলাদেশ বিশ্ব ব্যাংক ও আইডিএ’র সদস্য হওয়ার পর স্বাধীনতার পূর্বকালে ১১টি প্রকল্প আবার চালু করা হয়। এই ১১টি প্রকল্পে বিশ্ব ব্যাংক ও আই ডি এ ১৫ কোটি ১৪ লক্ষ ডলার সাহায্য প্রদান করে। তাছাড়াও ৬ কোটি ৫৬ লক্ষ ডলারে ৪টি নতুন ঋণ প্রদান করা হয়।১৬

রেফারেন্স: ৬ ফেব্রুয়ারি ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!