You dont have javascript enabled! Please enable it! 1974.02.06 | পররাষ্ট্রনীতি পরিবর্তনের প্রশ্নই উঠে না- পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

পররাষ্ট্রনীতি পরিবর্তনের প্রশ্নই উঠে না

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন জানান যে, বিদেশে স্থাপিত বাংলাদেশের মিশনগুলাে পরিচালনার জন্য বাৎসরিক আনুমানিক ৪ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ৭ শত টাকা ব্যয় হয়। জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য কাজী শাহাবুদ্দিন আহমদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী এ কথা জানান। উক্ত সদস্যের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি মূলধন নিয়ােগ উৎসাহীত করার জন্য বর্তমান বৈদেশিক নীতির পরিবর্তনের কোনাে প্রশ্নই আসে না। পররাষ্ট্র মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশে স্বাধীন ও জোট বহির্ভূত পররাষ্ট্রনীতি আদর্শগত মূলনীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং আমাদের রাষ্ট্রীয় স্বার্থের পূর্ণ সংরক্ষণে এই নীতি নিঃসন্দেহে সফল। কাজেই মাননীয় সদস্যের কথিত কারণে অথবা অন্য কোন কারণে। আমাদের বর্তমান পররাষ্ট্রনীতি পরিবর্তনের কোন প্রশ্নই উঠে না বলে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন উল্লেখ করেন।১৯

রেফারেন্স: ৬ ফেব্রুয়ারি ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত