You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু মর্মাহত

ঢাকা: সােমবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যশাের জেলা শাখার সভাপতি জনাব মাে. মােশারফ হােসেনের নৃশংস। হত্যায় শােক প্রকাশ করেন। জাসদ নেতা রবিবার রাতে সশস্ত্র দুষ্কৃতিকারীদের হাতে নিহত হন। বেগম মােশারফ হােসেনের নিকট প্রেরিত এক তারবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আপনার স্বামী মাে. মােশারফ হােসেনের নৃশংস হত্যার কথা শুনে আমি মর্মাহত হয়েছি। আমাদের স্বাধীনতা সংগ্রামে তার অবদান সকলেই স্মরণ রাখবে। আল্লাহ আপনাকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুক। তার আত্মা শান্তি লাভ করুক।
যশােরের সংসদ সদস্যগণ ক্ষুব্ধ: মঙ্গলবার যশাের থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মাে. রওশন আলী, শাহ হাদিউজ্জামান, জনাব এখলাস উদ্দিন, জনাব তবিবর রহমান সরদার ও জনাব মাে. আবুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে জাসদ নেতা জনাব মােশারফ হােসেন অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত হওয়ায় গভীর শােক এবং ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা এখানে গুপ্ত হত্যার তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছেন।১৩

রেফারেন্স: ৫ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!