আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে পাট নিয়ে ব্যাপক আলােচনা
ঢাকা: শনিবার আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে আন্তর্জাতিক বাজারে পাট ব্যবসায়ের স্থিতিশীলতা আনয়ন ও উন্নতি সাধনের উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণের বিষয় নিয়ে বিশেষভাবে আলােচনা করা হয়। সংসদ ভবনের কমিটি রুমে সাড়ে ৩ ঘণ্টা ব্যাপী এই বৈঠকে পাট ও পাট ব্যবসায়ের বিভিন্ন সমস্যা ছাড়াও পাটের রপ্তানি বৃদ্ধি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের। ব্যবস্থাদি নিয়ে বিস্তারিত আলােচনা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের চীফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন সাংবাদিকদের বলেন, পাট ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবেশী দেশের নিকট থেকে বাংলাদেশ যে প্রতিযােগিতার সম্মুখীন হয়েছে, তা নিয়ে বৈঠকে দীর্ঘ আলােচনা হয়েছে। স্টোরেজ ও শিপিং ব্যবস্থাও বৈঠকে উত্থাপিত হয়। এই ছাড়া বিদেশি পাটের বাজার। সংকোচন, সীমান্ত পথে চোরাচালান, পাট চাষে চাষীদের উৎসাহের অভাব এবং দেশের পাট শিল্প ধ্বংস সাধনে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কথিত নাশকতামূলক কার্যকলাপের ব্যাপারে বৈঠকে। গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাটসংক্রান্ত যাবতীয় বিষয়ে বিস্তারিত তদন্তের উদ্দেশ্যে অবিলম্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংসদীয় কমিটি গঠনের উপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পাটের নির্ধারিত বর্তমান মূল্য অর্থনৈতিক দিক থেকে যুক্তিসঙ্গত নয় বলে সদস্যগণ পুনরায় মূল্য নির্ধারণের সুপারিশ করেন। উল্লেখযােগ্য যে, কয়েক দিনের মধ্যে পাটমন্ত্রী জনাব শামসুল হক পাটনীতি ঘােষণা করবেন। সকালের অধিবেশনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী জনাব ইউসুফ আলী। পরে বৈঠকে সভাপতি ছিলেন পূর্তমন্ত্রী জনাব সােহরাব হােসেন। চীফ হুইপ শাহ্ মােয়াজ্জেম হােসেন বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ৫ ফেব্রুয়ারি বেলা ১০ টায় সংসদ ভবনে কমিটি রুমে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগ সংসদীয় দলের পরবর্তী বৈঠকেও পাট নিয়ে আলােচনা হবে।১১
রেফারেন্স: ৩ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত