নদী কমিশনের রিপাের্ট পেশ, তিস্তায় বাঁধ নির্মাণের সুপারিশ
ঢাকা: ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন তার প্রথম রিপাের্টে তিস্তা নদীর উপর বাংলাদেশ ও ভারত বাঁধ নির্মাণের সুপারিশ করেছে। নদীর উপর বাঁধ প্রকল্পে সমন্বয় সাধনের প্রশ্ন পরীক্ষার পর কমিশন এই মর্মে ঐক্যমত হয়েছে। প্রত্যেক দেশে নিজস্ব বাঁধ থাকবে। কমিশন আরও সুপারিশ করেছে যে, উভয় দিক থেকে বাঁধ নির্মাণ করে তা যথাযথ ভাবে এক বিন্দুতে সংযুক্ত করা হবে। বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ শনিবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের রিপাের্ট পেশ করেন। পররাষ্ট্র মন্ত্রী জনাব কামাল হােসেন, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব রুহুল কুদ্স, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের চেয়ারম্যান জনাব বি এম আব্বাস এবং কমিশনের সদস্য জনাব শফিকুল হক এই উপলক্ষে উপস্থিত ছিলেন। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা উল্লেখ করে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন ব্রহ্মপুত্র, গঙ্গা ও মেঘনা অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ উন্নয়ন ব্যবস্থার ব্যাপারে উভয় দেশের পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় সমন্বয়ের আহ্বান জানান। কমিশন গঙ্গা ও ব্রহ্মপুত্রের পানি সম্পদ উন্নয়নের জন্য পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য বিভিন্ন অববাহিকার মধ্যে থেকে অগ্রাধিকারের ভিত্তিতে এলাকা নির্বাচনের জন্য জনসংখ্যার গুরুত্ব, বন্যা কবলিত এলাকায় মাটির গঠন প্রকৃতি, বৃষ্টিপাতের পরিমাণ প্রভৃতি সংক্রান্ত সচিত্র তথ্য সম্বলিত বিস্তারিত মাত্রা চিত্র সংগৃহীত হয়।৭
রেফারেন্স: ২ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত