You dont have javascript enabled! Please enable it!

জাপান বাংলাদেশের বিভিন্ন খাতে সাহায্য প্রদান করবে

ঢাকা: জাপান বাংলাদেশের যেসব খাতে সাহায্য প্রদান করবে তার মধ্যে রয়েছে পেট্রোল রসায়ন। কমপ্লেক্স, চট্টগ্রাম জাহাজ নির্মাণ কারখানা, চট্টগ্রাম কাগজ কল, তৈল ও গ্যাস অনুসন্ধ্যান, পানিসেচ, কৃষি অর্থনীতি, কৃষি গবেষণা। সম্প্রতি সরকারি কর্মকর্তা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন জাপানি অর্থনৈতিক প্রতিনিধিদলের মধ্যে কথাবার্তা এসব খাতে জাপানি সাহায্যের বিষয় আলােচিত হয়। গত বুধবার এক সরকারি সূত্রে একথা জানা গেছে। ৫ দিনব্যাপী বাংলাদেশ সফরের পর ৪১ সদস্য বিশিষ্ট জাপানি প্রতিনিধি দল গত সােমবার স্বদেশ যাত্রা করেন। উক্ত সূত্রে বলা হয়, প্রতিনিধি দলের সফর দুদেশের মধ্যে সহযােগিতা সম্প্রসারণের ব্যাপক সুযােগ এনে দিয়েছে। সরকারি খাতে জাপান-বাংলাদেশ যৌথ সহযােগিতার সম্ভাবনার বিষয়ে দু’দেশের মধ্যে তাৎপর্যপূর্ণ আলােচনা হয় বলে প্রকাশ। পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড. নুরুল ইসলাম আশা প্রকাশ করেন যে, সম্পদ, কারিগরি উৎকর্ষের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ধনী দেশ জাপান। বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় উল্লেখযােগ্য সাহায্য প্রদান করবে।১১৬

রেফারেন্স: ৩১ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!