সরকার সংস্কৃতির উন্নয়নে সর্বাত্মক সাহায্য দেবেন
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি জনাব এ. এইচ. এম. কামারুজ্জামান ঘােষণা করেন যে, সরকার ও তার দল সংস্কৃতির উন্নতির জন্য সর্বাত্মক সাহায্য ও সহযােগিতা প্রদান করবে। তিনি প্রসঙ্গত বলেন, শুধু সরকার এবং আমার দলই নয় বাংলাদেশের সমগ্র জনগণ সংস্কৃতির উন্নতির জন্য যে কোনাে মূল্যে প্রস্তুত। বাণিজ্য মন্ত্রী কামারুজ্জামান গতকাল রবিবার দুপুরে বুলবুল ললিতকলা একাডেমির নব-নির্বাচিত ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মনােরঞ্জন ধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব বেদার উদ্দিন আহমদ। জনাব কামারুজ্জামান তার ভাষণে জাতীয় জীবনে সংস্কৃতির গুরুত্ব বিশ্লেষণ করে বলেন, একটি জাতির পরিচয় সংগীত নৃত্য, চারুকলা প্রভৃতির মাধ্যমে যত তাড়াতাড়ি ফুটে ওঠে, অন্য কোনাে মাধ্যমেই তা তত তাড়াতাড়ি সম্ভব নয়। বাঙালির ইতিহাস এবং ঐতিহ্য প্রসঙ্গে জনাব জামান বলেন, বাংলাদেশের একটি নিজস্ব ইতিহাস আছে। আর এই ইতিহাস এবং ঐতিহ্যের পথ ধরেই বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যে বাংলাদেশকে তার নিজের স্থান করে নিতে হবে। শ্ৰী ধর প্রসঙ্গত বলেন, সাংস্কৃতিক জীবনের একটি পরিপূর্ণ দিক সব কিছু মিলিয়ে গােটাজাতির একটি রূপই হচ্ছে সংস্কৃতি। একটি পিতার আবেগ-অনুভূতির সার্বিক প্রকাশ সংস্কৃতির মাধ্যমে হয়ে থাকে বলে শ্রী মনােরঞ্জন ধর বলেন। পূর্বাহ্নে বুলবুল ললিতকলা একাডেমীর নব-নির্বাচিত ছাত্র সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন জনাব বেদার উদ্দিন আহমদ। একাডেমীর বিভিন্ন দিক নিয়ে বক্তৃতা করেন সর্বজনাব লুতফর রহমান, মতিউর রহমান, নাসির উদ্দিন, সালাউদ্দিন, মতিন, মাে. নুরুল হুদা, মাে. মােহায়মেন প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে একটি সংগীত অনুষ্ঠান আয়ােজন করা হয়।১০১
রেফারেন্স: ২৭ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত