বঙ্গবন্ধু সকাশে জাপানি অর্থনৈতিক প্রতিনিধি দল
ঢাকা: শনিবার বিকেলে বাংলাদেশে সফররত উচ্চ ক্ষমতাসম্পন্ন জাপানের ৪১ সদস্য বিশিষ্ট অর্থনৈতিক প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাক্কালে প্রতিনিধি দলের নেতা মি. শিগিনা গানাে জাপানের প্রধানমন্ত্রী মি. কাকুই তানাকার প্রেরিত বার্তা বঙ্গবন্ধুর হাতে অর্পণ করেন। কিন্তু বার্তার মূলবস্তু কিছুই জানা যায়নি। আধঘণ্টাব্যাপী আলােচনায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও প্রতিনিধি দলের মধ্যে উভয় দেশের পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আলােচিত হয়। প্রতিনিধি দলের নেতা ও প্রতিনিধিবর্গ আলােচনাকালে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।১০০
রেফারেন্স: ২৬ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত