গণমুখী শিক্ষা প্রয়ােজন: তাজউদ্দীন আহমদ
অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ সমাজতন্ত্রের লক্ষ্যে উপনীত হবার জন্যে যথার্থ সঙ্গতি রেখে গণমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের উপর গুরুত্ব আরােপ করেন। অর্থমন্ত্রী সােমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে আয়ােজিত সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা শীর্ষক সেমিনারে ভাষণ দিচ্ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল আওয়ামী পার্টি প্রধান অধ্যাপক মােজাফফর আহমদ। সেমিনারে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ও দার্শনিক ড. জি. আই. পাপলােভ। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেন, উল্লেখিত লক্ষ্যে পৌছানাের জন্য ও সাফল্য অর্জনের জন্য আমাদের সমাজতান্ত্রিক শিবির থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। তিনি বলেন, সােভিয়েত ইউনিয়ন প্রত্যেকটি দেশবাসীকে শিক্ষিত করে তােলার ব্যাপারে তাদের শিক্ষা ব্যবস্থায় যে সাফল্য অর্জন করেছে তা বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে প্রেরণা দেখিয়ে। সেমিনারের দ্বিতীয় পর্যায়ে আলােচনায় অংশ নেন প্যাট্রিল লুমুম্বা ফ্রেন্ডশীপ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রুশ বাংলাদেশের মৈত্রী সমিতির সভাপতি প্রফেসর ভিক্টর এফ ভ্যানিন, প্রফেসর সাইদুর রহমান ও প্রফেসর মােজাফফর আহমদ।১০৬
রেফারেন্স: ২৮ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত