পরিবার পরিকল্পনা কর্মসূচি ধাপে ধাপে সফল করা হবে
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব আবদুল মান্নান শুক্রবার বলেন, পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের পথে যে সমস্ত সমস্যা আছে সে সম্পর্কে সরকার সম্পূর্ণ সজাগ রয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা ধাপে ধাপে সমস্যার সমাধান করতে পারব। স্বাস্থ্যমন্ত্রী আজিমপুরস্থ পরিবার পরিকল্পনা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে পরিবার পরিকল্পনা পরিদর্শকের ৭ম প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা বাের্ডের সেক্রেটারি জনাব জালাল উদ্দিন এবং বিশ্ব। স্বাস্থ্য প্রতিনিধি ড. জেড, সিসটার ও ড. মাইকেল জর্ডন (আমেরিকা)।
জনাব মান্নান শিক্ষার্থীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই শিক্ষার্থীরা হচ্ছে। পরিবার পরিকল্পনা বাস্তবায়নের আসল কর্মী। তিনি বলেন, শিক্ষার্থীদের একমাত্র দায়িত্ব হচ্ছে, কর্মসূচিকে বাস্তবায়িত করা। মন্ত্রী এই ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থার সাহায্যের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি জাতীয় সংবাদপত্রগুলিকে পরিবার পরিকল্পনা কর্মসূচি সঠিকভাবে প্রচার করার আহ্বান জানান।৯৬
রেফারেন্স: ২৫ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত