You dont have javascript enabled! Please enable it! 1974.01.27 | রাষ্ট্রপতি হিসেবে মােহাম্মদ উল্লাহর আনুষ্ঠানিক শপথ গ্রহণ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

রাষ্ট্রপতি হিসেবে মােহাম্মদ উল্লাহর আনুষ্ঠানিক শপথ গ্রহণ

জনাব মােহাম্মদ উল্লা আনুষ্ঠানিকভাবে রবিবার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদের স্পীকার জনাব মােহাম্মদ উল্লা বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাবেক রাষ্ট্রপতি জনাব আবু সাঈদ চৌধুরী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতির পদে ইস্তফা দান করলে গত ২৫ ডিসেম্বর থেকে জনাব মােহাম্মদ উল্লা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি হলেন তৃতীয়তম রাষ্ট্রপতি। বঙ্গভবনের দরবার হলে এক সংক্ষিপ্ত অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্মন্ন হয়। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি জনাব আবু মাে. সায়েম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মন্ত্রিসভার সদস্য বর্গ, হাইকোর্টের বিচারপতি, জাতীয় সংসদ সদস্য ও ঢাকাস্থ কূটনৈতিক মিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার এক মিনিট পূর্বে বঙ্গবন্ধু জনাব মােহাম্মদ উল্লাহকে নিয়ে দরবার হলে প্রবেশ করেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতির পরনে উজ্জ্বল সবুজ বর্ণের জাতীয় পােশাক ছিল। বঙ্গবন্ধু শপথ গ্রহণের পর রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সমগ্র দরবার হলে এক মৃদু আনন্দের ঢেউ বয়ে আনে।১০২

রেফারেন্স: ২৭ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত