You dont have javascript enabled! Please enable it!

মােহাম্মদ উল্লা রাষ্ট্রপতি নির্বাচিত

সংসদ ভবন: জাতীয় সংসদের সাবেক স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জনাম মােহাম্মদ উল্লা বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি দেশের তৃতীয় রাষ্ট্রপতি। ইতােপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী পর্যায়ক্রমে রাষ্ট্রপতি ছিলেন। উল্লেখযােগ্য যে, নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা গত বছরের ২ ডিসেম্বরে তদানীন্তন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগের ফলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। সে সময় তিনি জাতীয় সংসদের স্পীকার ছিলেন। দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে জাতীয় সংসদের স্পীকারই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন। ২৪ জানুয়ারি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীদের মনােনয়নপত্র পেশ এবং তা পরীক্ষা করে দেখার দিন। রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনােনয়নপত্র প্রধান নির্বচন কমিশনারের কাছে (যিনি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একজন রিটার্নিং অফিসার) পেশ করা হয়। প্রথম মনােনয়নপত্রটি প্রস্তাব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণঐক্যজোটের আহ্বায়ক জনাব জিল্লুর রহমান এমপি এবং তা সমর্থন করেন আওয়ামী লীগ সংসদীয় দলের চীফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন এম পি। দ্বিতীয় মনােনয়নপত্রটি প্রস্তাব করেন ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি গাজী গােলাম মােস্তফা এম পি এবং তা সমর্থন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ এম পি। তৃতীয় মনােনয়ন পত্রটি প্রস্তাব করেন বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সহসভাপতি জনাব মহিউদ্দিন আহমদ এমপি এবং তা সমর্থন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জনাব বাদল রশিদ এমপি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে অস্থায়ী রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লার পক্ষে পেশকৃত মনােনয়নপত্রগুলাে একমাত্র বৈধ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মােহাম্মদ ইদ্রিস ঘােষণা করেন। তিনি প্রস্তাবক এবং সমর্থকদের সম্মুখেই তা ঘােষণা করেছেন। ফলে অস্থায়ী রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লাহকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘােষণা করা হয়েছে।৮৯

রেফারেন্স: ২৪ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!