You dont have javascript enabled! Please enable it! 1974.01.24 | আই ডি এ বাংলাদেশকে ৬০ কোটি টাকা ঋণ দিবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আই ডি এ বাংলাদেশকে ৬০ কোটি টাকা ঋণ দিবে

সংসদ ভবন: সরকার চলতি অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কাছ থেকে সহজ শর্তে প্রায় ৬০ কোটি টাকা ঋণ লাভ করবেন বলে আশা করা যাচ্ছে। তথ্য ও বেতার দফতরের প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে আরও জানান যে, আগামী ৩০ জুন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঋণের সাহায্যে যে সব পরিকল্পনা বাস্তবায়িত করা হবে সে সবের মধ্যে রয়েছে পণ্য আমদানির জন্য ঋণ, বরিশাল সেঁচ ও ভূমি প্রসাশন প্রকল্প, তার যােগাযােগ, ইউরিয়া সার কারখানার জন্য নিয়ন্ত্রণ প্রকল্প ও পল্লী উন্নয়ন প্রকল্প রয়েছে। তবে বাংলাদেশ পরিকল্পনা কমিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মধ্যে আলােচনাক্রমে এ সব প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জনাব ঠাকুর অপর এক প্রশ্নের উত্তরে আরও জানান যে, সরকার যুক্তরাজ্য ও কানাডা থেকে সুদমুক্ত ২৭ কোটি ৪৯ লক্ষ টাকা ঋণ লাভ করে। এর মধ্যে যুক্তরাজ্য ১২ কোটি ৯৯ লক্ষ এবং কানাডা ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা দিয়েছে। তিনি আরও জানান যে, কানাডা ও যুক্তরাজ্য উভয়ই কম উন্নত দেশগুলােকে সুদমুক্ত ঋণ দিয়ে থাকে। অন্যকোনাে দেশ থেকে আরও সুদ মুক্ত ঋণ দানের প্রস্তাব পাওয়া গেছে কিনা এই মর্মে এক প্রশ্নের জবাবে তিনি হ্যাঁ সুচক উত্তর দেন।৯১

রেফারেন্স: ২৪ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত