পিএল-৪৮০-এর অধীনে আগামী মে মাসে ৭৩ হাজার টন গম পাওয়া যাবে
সংসদ ভবন: জাতীয় সংসদে খাদ্যমন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার এক প্রশ্নের লিখিত জবাবে জানান যে, চলতি সালের মে মাসের বাংলাদেশ পিএল-৪৮০এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৭৩ হাজার টন গম পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। খুলনার আওয়ামী লীগ জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ শেখ আবদুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পিএল-৪৮০ এর অধীনে বরাদ্দকৃত ৮০ হাজার টন গমের মধ্যে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ৭৮ হাজার ২শ ১৯ টন গম বাংলাদেশে এসে পৌছেছে। যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানির জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে কোনাে চুক্তি সম্পাদিত হয়নি বলে মন্ত্রী জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, নেপাল থেকে ১৫ হাজার টন চালের মধ্যে ইতােমধ্যেই ৯ হাজার ৬’শ টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। বাকি চাল চলতি মাসেই এসে পৌছবে বলে আশা করা হচ্ছে। অন্য এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, কানাডা ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৯০ হাজার ও ৩ লাখ টন গম বাংলাদেশে পাঠাবে। কানাডা ও অস্ট্রেলিয়া সফরকালে এই চুক্তি দুটি সম্পাদিত হয়েছে বলে মন্ত্রী জানান। খাদ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানের এক প্রশ্নের জবাবে বলেন, কানাডা অতিরিক্ত সাহায্য হিসেবে ৯০ হাজার গম টন বাংলাদেশকে দেবে। তাছাড়া চলতি সাল থেকে আগামী ৩ বছরে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ১২লাখ টন গম দেবে বলে সম্মত হয়েছে। অস্ট্রেলিয়া সরকার খাদ্যসাহায্য প্রতিশ্রুতি ৫৪ হাজার টন থেকে ৬৬ হাজার টনে। উন্নীত করেছে বলে খাদ্যমন্ত্রী তথ্য প্রকাশ করেন।৮৮
রেফারেন্স: ২৩ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত