You dont have javascript enabled! Please enable it!

জাতীয় সংসদে আতাউর রহমান

সংসদ ভবন: জাতীয় সংসদে বিরােধী ও স্বতন্ত্র সদস্যদের নেতা প্রবীণ পার্লামেন্টারিয়ান এবং বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি জনাব আতাউর রহমান খান বলেছেন, গত ১৫ জানুয়ারি সংসদে প্রদত্ত অস্থায়ী রাষ্ট্রপতির ভাষণে দেশের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সরকারের বাস্তব পদক্ষেপগুলাের কথা অনুপস্থিত ছিল। তিনি জাতীয় সংসদে অস্থায়ী রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের উপর গতকাল সংসদে ভাষণ দিচ্ছিলেন। জনাব আতাউর রহমান খান বলেন, রাষ্ট্রপতির ভাষণে দেশের প্রকৃত অবস্থা কি তার বিস্তারিত বিবরণ দেওয়া হয় নাই। যদিও দেশের জনগণের তা জানার পূর্ণ অধিকার রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণেই দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। এছাড়া রাষ্ট্রপতির ভাষণে সরকারের কার্যকলাপের বহিঃপ্রকাশ ঘটে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে যেসব তথ্য থাকে তা সরকারই সরবরাহ করে থাকে। কিন্তু রাষ্ট্রপতির ভাষণে সরকার প্রয়ােজনীয় তথ্য সরবরাহ করেনি বলে জনাব খান অভিমত ব্যক্ত করেন। তিনি এই প্রসঙ্গে বলেন, জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সরকারের ব্যর্থতা বা নিষ্ফলতার কথা প্রকাশের অর্থ সরকারের পতন নয়। জনাব আতাউর রহমান দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের অন্যান্য সমস্যার কথা উল্লেখ করে বলেন, এসব সমস্যার চাপে সাধারণ মানুষের মনে হতাশা নেমে এসেছে। তিনি জনগণের মনে হতাশা সৃষ্টি হওয়াকে জাতির পক্ষে মারাত্মক ক্ষতিকর বলে মন্তব্য করেন। তিনি মানুষের হতাশাগ্রস্ত মনকে আশাবাদী করে গড়ে তােলার উপর বিশেষ গুরুত্ব আরােপ করেন। জনাব আতাউর রহমান খানের অর্ধসমাপ্ত ভাষণের মধ্যেই সন্ধ্যা সাতটায় সংসদের অধিবেশন আজ বিকাল ৩টা পর্যন্ত। মুলতবি হয়ে যায়। সম্ভবত তিনি আজকের অধিবেশনে তার অর্ধসমাপ্ত ভাষণ দান করবেন।৮০

রেফারেন্স: ২১ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!