অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সােনার বাংলা গড়ে তুলতে হবে
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি জনাব এ এইচ এম কামারুজ্জামান দলীয় কর্মীদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলা গড়ে তােলার কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমাজতান্ত্রিক অর্থনীতির ব্যবস্থা দ্বারা জনগণের অর্থনৈতিক মুক্তি ও কল্যাণের মাধ্যমে এ সােনার বাংলা গড়ে তুলতে হবে। রােববার বিকেলে আওয়ামী লীগের দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনে সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হবার পর জনাব কামারুজ্জামান দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনাব কামারুজ্জামান দলীয় কর্মীদেরকে সৎ, একনিষ্ঠ এবং আত্মত্যাগে উদ্বুদ্ধ হবার আহ্বান জানিয়ে বলেন, ক্ষুদ্র স্বার্থের উর্ধে উঠে আমাদেরকে জনগণের সেবায় আত্মনিয়ােগ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ চিরদিনই বঙ্গবন্ধুর মতাে মহান ব্যক্তিত্বের দ্বারা পরিচালিত হবে। কেননা, বঙ্গবন্ধু কেবল জাতির পিতাই নন, তিনি আওয়ামী লীগেরও পিতা। আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ ব্যাখ্যা প্রসঙ্গে জনাব কামারুজ্জামান বলেন, আওয়ামী লীগ চিরদিনই জনগণের ভালােবাসা ও কল্যাণ কামনার মধ্য দিয়ে কাজ করে গেছে। এবং ভবিষ্যতেও তাই করবে।৭৪
রেফারেন্স: ২০ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত