You dont have javascript enabled! Please enable it!

জাসদের ১৪৪ ধারা ভঙ্গ

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল ঢাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে একটি মিছিল বের করলে পুলিশ বঙ্গবন্ধু এভিনিউতে মিছিলটিকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদুনে গ্যাস ছােড়ে। এছাড়াও পুলিশ ১৪৪ ধারা ভঙ্গের অপরাধে মােট ১১ ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে অসমর্থিত খবরে জানা গেছে। উল্লেখ্য যে, গতকাল দুপুর ১টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর এম এ জলিল এবং সাধারণ সম্পাদক জনাব আ স ম আব্দুর রব তাড়াহুড়া করে এক সাংবাদিক সম্মেলনে ঘােষণা করেন যে, তারা এ মুহুর্ত থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করছেন। এর পরপরই জাসদ অফিসে জমায়েত হওয়া কর্মীরা একটি মিছিল বের করে নবাবপুর রেলক্রসিংয়ের দিকে এগিয়ে যেতে থাকে। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন অবসরপ্রাপ্ত মেজর এম. এ. জলিল এবং জনাব আ. স. ম. আবদুর রব। মিছিলটি গুলিস্তান প্রেক্ষাগৃহের সামনে এসে পৌছালে স্টেডিয়ামের প্রধান ফটকে টহলদানরত একদল পুলিশ বেরিয়ে আসে এবং প্রায় ১’শ গজ দূর থেকে মিছিলটির উপর কাঁদুনে গ্যাসের তিনটি সেল নিক্ষেপ করে। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ রমনা ভবন থেকে ৪ জন এবং সলিমাবাদ রেস্টুরেন্টের সামনে থেকে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বঙ্গবন্ধু এভিনিউ থেকে আলতাব হােসেন, ফারুক, মাহাজ্জল ইসলাম, আবদুল হান্নান, আবুল খায়ের। এ ছাড়া শহরের বিভিন্ন স্থান থেকে কয়েকটি খণ্ড মিছিল বের হলেও কোনরূপ অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের অবস্থা সম্পূর্ণ শান্ত। পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে।৬৭

রেফারেন্স: ১৮ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!