You dont have javascript enabled! Please enable it!

নিউজিল্যান্ড বাংলাদেশকে কৃষি বিমান প্রকল্পে সাহায্য দিবে

সিঙ্গাপুর: নিউজিল্যান্ড বাংলাদেশকে কৃষি বিমান প্রকল্পে সাহায্যদানে রাজী হয়েছে বলে বাংলাদেশের হাইকমিশনার জনাব এম এ এস কিবরিয়া সিঙ্গাপুরে স্বল্পকালীন অবস্থান কালে এ কথা বলেন। তিনি প্রসঙ্গত বলেন যে, এক চুক্তির অধীনে নিউজিল্যান্ড বাংলাদেশকে ট্রেনিং ও রক্ষণাবেক্ষণ সুযােগ-সুবিধাসহ কৃষিক্ষেত্রে স্প্রে করার জন্য ১২টি বিমান দান করবে এবং এ ছাড়া ঢাকায় একটি পাইলট প্রশিক্ষণ স্কুলও খুলবে। তিনি আরও জানান যে, নিউজিল্যান্ড বাংলাদেশকে বনশিল্প, ডেয়ারী শিল্প এবং গবাদী পশু সংরক্ষণের জন্যও সাহায্য করবে।৭১

রেফারেন্স: ১৯ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!