বঙ্গবন্ধু আর দলীয় প্রধান থাকবেন না
ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি পদে আর সমাসীন থাকবেন না বলে তার সিদ্ধান্তের কথা ঘােষণা করেছেন। আওয়ামী লীগের দ্বি-বার্ষিক কাউন্সিলের সম্মেলনে ৩ হাজার কাউন্সিলর ও প্রতিনিধিদের সম্মানে উদ্বোধনী ভাষণদান প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেন যে, দলীয় প্রধান হিসেবে এটাই হচ্ছে তার শেষ ভাষণ। এই সময়ে সম্মেলনে যােগদানকারী প্রতিনিধি ও কাউন্সিলররা তাকে পুনরায় দলের সভাপতি হিসেবে থাকার জন্য দাবী জানালে বঙ্গবন্ধু তাদের উদ্দেশ্যে বলেন যে, দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে থাকতে পারেন না। তিনি বলেন যে, দলকে সুসংহত করার জন্য তিনি গতবার একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে সভাপতির পদ গ্রহণে সম্মত হয়েছিলেন। তিনি তাদের আরাে স্মরণ করিয়ে দেন যে, জাতির পিতা ও প্রধানমন্ত্রী হিসেবে তার উপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে।৬৬
রেফারেন্স: ১৮ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত