You dont have javascript enabled! Please enable it!

গুপ্তঘাতক ও সশস্ত্র বিপ্লবীদের অধিকার দেয়া হবে না: বঙ্গবন্ধু

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘােষণা করেছেন, গুপ্তঘাতক, সশস্ত্র বিপ্লবী এবং আইন-শৃঙ্খলা বিরােধী ষড়যন্ত্রকারীদের অধিকার দেয়া হবে না। তিনি বলেন, অনেক সহ্য করা হয়েছে আর নয়। তিনি তাদের সাবধান হয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, রাতের অন্ধকারে দু’একজনকে গুলি করে হত্যা করে, এখানে সেখানে চুরি ডাকাতি করে এবং দু’এক জায়গায় রেললাইন উঠিয়ে দিয়ে ধ্বংসাত্মক কার্যকলাপ চালালেই বিপ্লব হয় না। তিনি এ সমস্ত কাজকে পারভারসন রূপে মন্তব্য করেন। তিনি বলেন জনগণকে সংগঠিত করে এবং তাদের সাথে নিয়েই বিপ্লব করতে হয়। সন্ত্রাসবাদের মাধ্যমে পৃথিবীর কোন দেশেই বিপ্লব সাধিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। বঙ্গবন্ধু বলেন, পৃথিবীতে সন্ত্রাসবাদ পচে গেছে। তিনি আরও বলেন, বিশ্বের জনগণ সন্ত্রাসবাদকে মনেপ্রাণে ঘৃণা করেন। তিনি বলেন, গুপ্তঘাতকদের কোন আদর্শ বা নীতি নেই। তিনি বলেন, এক শ্রেণির লােক হাটবাজার লুট করে বিপ্লবের শ্লোগান দেয়। যারা দাগী ডাকাত। তিনি আরও বলেন, রাতের অন্ধকারে গুপ্তহত্যার জন্য যারা গুলি করে অথচ নিজেদের মাওবাদী বলে প্রচার করে আসলে তারা চোরবাদী। এসব বিদেশি দালালরা আসলে স্বাধীনতা এবং গণতন্ত্রকে নস্যাৎ করার জন্যই এসব করে বেড়াচ্ছে। তিনি তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলার মাটি হতে এদের উৎখাত করা হবে। তিনি তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ ত্যাগ করে গণতান্ত্রিক পথে নিজেদের বক্তব্য জনগণের কাছে প্রচার করার আহ্বান জানান।৬৮

রেফারেন্স: ১৮ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!