You dont have javascript enabled! Please enable it! 1974.01.17 | বঙ্গবন্ধুর কাউন্সিলার কার্ড গ্রহণ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর কাউন্সিলার কার্ড গ্রহণ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কার্যালয় পরিদর্শন করেন এবং তার নিজের কাউন্সিলার কার্ড গ্রহণ করেন। ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি গাজী গােলাম মােস্তফা বঙ্গবন্ধুকে কাউন্সিলার কার্ড প্রদান করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অফিসে প্রায় ১ ঘণ্টাকাল অবস্থান করেন। এই সময় বঙ্গবন্ধুর সাথে আওয়ামী লীগ নেতা জনাব জহিরুল কাউয়ুম, জনাব জিল্লুর রহমান, জনাব আবদুর রাজ্জাক, জনাব গাজী গােলাম মােস্তফা, জনাব আনােয়ার চৌধুরী, জনাব মােস্তফা সরােয়ার, জনাব সরদার আমজাদ হােসেন, বেগম সাজেদা চৌধুরী, জনাব তােফায়েল আহমেদ, জনাব শেখ ফজলুল হক মণি, এবং মন্ত্রী সভার সদস্যদের মধ্যে জনাব শামসুল হক, জনাব মােল্লা জালাল উদ্দিন, প্রতিমন্ত্রী বেগম বদরুন্নেসা আহমদ, জনাব রিয়াজউদ্দিন, জনাব ফরিদ গাজী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু আওয়ামী লীগ কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর দপ্তরও পরিদর্শন করেন।৭৩

রেফারেন্স: ১৭ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত