ফারাক্কা বাঁধ এখনাে চালু করা হয়নি
বন্যা নিয়ন্ত্রণ দফতরের মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ জাতীয় সংসদে জানান যে, ভারত ফারাক্কা বাঁধ প্রকল্প বাস্তবায়িত করলে বাংলাদেশের উপর তার প্রতিক্রিয়া বিরূপ হবে। মন্ত্রী মহােদয় কুমিল্লা থেকে নির্বাচিত দলীয় সদস্য জনাব আবদুল্লাহ সরকারে প্রশ্নের উত্তরে এ কথা বলেন। ভারত ফারাক্কা বাঁধ প্রকল্প বাস্তবায়ন করলে শীতকালে বাংলাদেশে গঙ্গা নদীর পানি। প্রবাহে বাধার সৃষ্টি করবে। এই সময় সরকার ও বিরােধী দলীয় সদস্যদের এক ঝাঁক প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, ফারাক্কা বাঁধ প্রকল্প এখনাে বাস্তবায়িত হয়নি। গঙ্গা নদীর পানি বণ্টন সম্পর্কে উভয় দেশের প্রধানমন্ত্রীদ্বয়ের মধ্যে এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জনাব মােশতাক প্রসঙ্গত জানান যে, ফারাক্কা বাঁধ এখনাে চালু করা হয়নি।৬৪
রেফারেন্স: ১৭ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত