You dont have javascript enabled! Please enable it!

অস্ট্রেলিয়া বাংলাদেশের উন্নয়নে আগ্রহী

ঢাকা: নয় সদস্য বিশিষ্ট অস্ট্রেলিয়া সংসদীয় প্রতিনিধিদল মঙ্গলবার চার দিনের শুভেচ্ছা সফরে ঢাকায় এসেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব করছেন অস্ট্রেলিয়া লােক বিনিময় বিষয়ক মন্ত্রী সিনেটর রিজন্যাল্ড বিশপ। বিমান বন্দরে সিনেটর মি. বিশপ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে উন্নয়নের কাজ সম্পর্কে অস্ট্রেলিয়া সরকার আগ্রহী। দেশে প্রত্যাগমনের পর প্রতিনিধি দল তার সরকারকে বাংলাদেশের পুনর্গঠনের অগ্রগতির বিষয়ে অবহিত করবেন বলে তিনি উল্লেখ করেন। মি. বিশপ বলেন, অস্ট্রেলিয়ার জনগণ বাংলাদেশের জনগণের প্রতি সহানুভূতিশীল। বিমানবন্দরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর, আওয়ামী লীগ পার্লামেন্টারী দলের হুইপ জনাব আবদুর রউফ ও উচ্চপদস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীবৃন্দ। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সাক্ষাৎ ছাড়াও প্রতিনিধি দল আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনেও যােগদান করবেন।
পররাষ্ট্রমন্ত্রী সকাশে প্রতিনিধি দল: সফররত অস্ট্রেলিয়া সংসদীয় প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতা মি. বিশপ এনাকে জানান যে, তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলােচনা করছেন।৫৪

রেফারেন্স: ১৫ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!