You dont have javascript enabled! Please enable it!

সংসদের উদ্বোধনী অধিবেশনে অস্থায়ী রাষ্ট্রপতির কঠোর হুঁশিয়ারি

জাতীয় সংসদ: অস্থায়ী রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা বলেছেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠার সাংবিধানিক প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। তিনি বলেন, খুন রাহাজানি চোরাকারবার কালােবাজারী ভেজাল ও ভুয়া ব্যবসায় দুর্নীতি উৎপাদন হ্রাসকারী স্বার্থান্বেষী সংঘাত ইত্যাদিতে লিপ্ত সমাজ শত্রুর বিরুদ্ধে সকল আইনানুগ ব্যবস্থা ও প্রচেষ্টা সরকার চালিয়ে যাবে। অস্থায়ী রাষ্ট্রপতি সকালে জাতীয় সংসদের অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে সংসদ সদস্য এবং সদস্যাদের উদ্দেশ্যে ভাষণদান কালে উপরােক্ত মন্তব্য করেন। তিনি আরাে বলেন, তার জন্য এবং দেশের সমগ্র অর্থনীতির সুচারু পরিচালনার স্বার্থে প্রশাসন কাঠামােকে কার্যক্ষম, সুশৃঙ্খল, পুনর্বিন্যাস এবং দক্ষতা ও গণভিত্তিক স্বনির্ভর অর্থনীতি গড়ে তােলার নীতি অনুষ্ঠিত হবে। শিল্পায়ন কর্মসূচিতে বিভিন্ন এলাকার মধ্যে শিল্প সমূহের আরাে সুষম বণ্টনের ওপর বিশেষ গুরুত্ব আরােপ করা হয়েছে। আমাদের প্রাকৃতিক গ্যাস সম্পদ কাজে লাগিয়ে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স স্থাপন পরিকল্পনাধীন রয়েছে। চট্টগ্রামস্থ টি এস পি কমপ্লেক্স প্রকল্পের বাস্তবায়ন সমাপ্তপ্রায় এবং তা শীঘ্রই উৎপাদন শুরু করবে। তাছাড়া আরাে একটি টি এস পি, কারখানা স্থাপন, ফেঞ্চুগঞ্জ সার কারখানার আধুনিকীকরণ, কর্ণফুলী কমপ্লেক্সের রেয়ন উৎপাদন বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে রাসায়নিক সার ও কৃত্রিম সুতার উৎপাদন বাড়ানাে হবে। ইউরিয়া সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য ধার্য করা হয়েছে। শিল্পের উৎপাদনশীলতা ও দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রয়ােজনে সরকার শিল্পে শান্তি সংরক্ষণ, শ্রমিকদের ন্যায্য দাবী দাওয়া পূরণ এবং ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন করতে বদ্ধপরিকর। এ প্রসঙ্গে শিল্প শ্রমিক মজুরী কমিশনের সুপারিশসমূহের বাস্তবায়ন এক উল্লেখযােগ্য সাম্প্রতিক পদক্ষেপ। ১০টি দেশের যােগাযােগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের প্রতিও যথাযথ গুরুত্ব দেয়া হয়েছে। পরিকল্পনায় এ বাবদ ৬০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যাত্রী ও মালামাল উভয় ক্ষেত্রে জনগণের জন্য সুলভ, পর্যাপ্ত ও দক্ষ পরিবহনের সুযােগ-সুবিধা সৃষ্টি করা হবে। পরিকল্পনাকালে যাত্রী ও মাল পরিবহনের ক্ষমতা যথাক্রমে শতকরা ৬৬ এবং ৩১ ভাগ বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারিত করা হয়েছে। স্বাধীনতার পর আমাদের কোন সামুদ্রিক জাহাজ ছিল না কিন্তু সরকার ইতােমধ্যে ১২ টি জাহাজ সংগ্রহ করেছে। পরিকল্পনাকালে আরাে ১৮টি জাহাজ সংগ্রহ করে বাণিজ্যিক নৌ বহরকে। শক্তিশালী করে গড়ে তােলা হবে। অনুরূপভাবে রেল, বিমান ও অভ্যন্তরীণ জলপথে পরিবহনের। উন্নয়ন ও পরিকল্পনার অন্তর্ভুক্ত। এছাড়া ডাক ও টেলিযােগাযােগেরও প্রয়ােজনীয় ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎশক্তি উৎপাদন ও বিতরণের জন্য পরিকল্পনায় ৪২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যাতে শিল্প ও কৃষির ক্রমবর্ধমান চাহিদা মেটানাে যায়। অর্থনৈতিক ভিত্তি-কাঠামােকে এভাবে সম্প্রসারিত ও শক্তিশালী করার সাথে সাথে বস্তুগত ও গৃহনির্মাণ পরিকল্পনার জন্যও ৪৫১ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।৫৫

রেফারেন্স: ১৫ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!