আদমশুমারীর কাজ সঠিক ও সতর্কতার সাথে করার আহ্বান
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল সঠিকভাবে এবং সতর্কতার সাথে আদমশুমারীর কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অধিক তথ্য পাওয়া গেলেই উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ঢাকার একাট হােটেলে সেন্সস কর্মকর্তাদের জন্য আয়ােজিত দু’দিন ব্যাপী সম্মেলনের শেষে এক মধ্যাহ্নভােজে বক্তৃতা প্রসঙ্গে উপরােক্ত কথা বলেন। মন্ত্রী দেশের প্রথম শুমারীর গুরুত্ব ব্যাখ্যা করতে যেয়ে বর্তমান আদমশুমারীর মাধ্যমে অর্জিত তথ্যের উপর ভিত্তি করেই আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে বাংলাদেশের প্রথম আদমশুমারীর কাজ শুরু হবে। জনাব মালেক উকিল আশ্বাস প্রদান করেন যে, এই কর্মসূচিকে সফল করে তােলার জন্য গণপ্রতিনিধি এবং জাতীয় সংবাদপত্রগুলাে তাদের যথাযথ ভূমিকা পালন করে যাবে। এবং জনগণকে আদমশুমারীর গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা চালিয়ে যাবে। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব কোরবান আলী, ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান অধ্যাপক মােজাফফর আহমদ, চীফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন এবং সেন্সাস কমিশনার জনাব বাহাউদ্দিন আহমদও বক্তৃতা করেন।৫৯
রেফারেন্স: ১৬ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত