You dont have javascript enabled! Please enable it! 1974.01.14 | লােক গণনা কাজে জনগণের সহযােগিতা কামনা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

লােক গণনা কাজে জনগণের সহযােগিতা কামনা

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবদুল মালেক উকিল দেশের প্রথম আদম শুমারীকে সাফল্যমণ্ডিত করার জন্য জনগণকে সর্বাত্মকভাবে সহযােগিতা করার আহ্বান জানান। মন্ত্রী গতকাল সােমবার স্থানীয় এক হােটেলে আদমশুমারী অফিসারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। উল্লেখ্য যে, ১০ ফেব্রুয়ারি হতে আদমশুমারীর কাজ শুরু হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতার ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, শুমারী কার্যকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে সহযােগিতা করার জন্য শীঘ্রই বেসামরিক দেশ রক্ষা কর্মচারীদের প্রতি নির্দেশ দেয়া হবে। এছাড়া এই কাজে সহযােগিতা করার জন্য স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলাের নবনির্বাচিত প্রতিনিধিদেরও অনুরােধ করা হবে। তিনি বলেন, দেশের প্রথম পাঁচশালা পরিকল্পনা অতীতের পুরনাে পরিসংখ্যান ও অনুমানের উপর করা হয়েছে। কিন্তু পাঁচশালা পরিকল্পনার জন্য জনশক্তি ও সম্পদের সঠিক হিসেব প্রয়ােজন। আদমশুমারীতে সম্পদ, জনশক্তি প্রভৃতির সঠিক হিসেব পাওয়া যায়। এ কারণে আদমশুমারী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরাে বলেন যে, সরকার লােক গণনার কাজে নিয়ােজিত ব্যক্তিদের ১শ টাকা করে পারিশ্রমিক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দৃষ্টান্তমূলক কাজের জন্য। অতিরিক্ত আর্থিক পুরস্কার দেয়া হবে। তবে আদমশুমারী কর্মচারীদের অনুরূপ পারিশ্রমিক দেয়া হবে না। পূর্বাহ্নে বক্তৃতা প্রসঙ্গে আদমশুমারী কমিশনার জনাব বাহাউদ্দিন আহমদ জানান যে, প্রায় ১ লাখ ২০ হাজার আদম শুমারী স্টাফদের ট্রেনিংয়ের জন্য প্রায় ১ হাজার ট্রেনিং কেন্দ্র খােলা হবে। স্বরাষ্ট্র দফতরের সচিব জনাব শামসুদ্দিন আহমদ তার বক্তৃতায় আদমশুমারীর উপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, উন্নয়ন ও পুনর্গঠনের জাতীয় পরিকল্পনা প্রণয়নের জন্য জনসংখ্যার সঠিক তথ্যের প্রয়ােজন।৫১

রেফারেন্স: ১৪ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত