রােমে তেল সংকট নিয়ে আলােচনা হবে: তাজউদ্দীন
ঢাকা: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ রােমে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকে যােগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রােম যাত্রার প্রাক্কালে জনাব তাজউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন যে, বিশ্বব্যাপী যে তেল সংকট দেখা দিয়েছে তার সমাধানের এক পন্থা বের করার উপর এ সম্মেলনে বিশেষ গুরুত্ব দেয়া হবে। গত বছর অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকে অর্থ ও মুদ্রাব্যবস্থার স্থীতিশীলতা ও উন্নয়নের গতি সম্পর্কে আলােচনা করা হয়েছিল। কিন্তু বর্তমান বৈঠকে তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের মধ্যে দায় পরিশােধের যে জটিলতা দেখা দিয়েছে তা আলােচনা ও তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হবে। মন্ত্রী আরাে বলেন যে, কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের পরিমাণ ঘাটতির ফলে যে দেউলিয়া অবস্থার সৃষ্টি হচ্ছে তার ফলে উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে দায় পরিশােধের ব্যপারে অসমতা দেখা দিচ্ছে। এ সম্মেলনে এ সব সমস্যা সমাধানের ব্যপারে প্রয়ােজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরাে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ডেপুটিদের বৈঠকে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রতিনিধিত্ব করবেন। এ সব ছাড়াও বিভিন্ন মিত্র দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলােচনা করা হবে বলে তিনি জানান। আগামী ১৯ জানুয়ারি অর্থমন্ত্রী ঢাকা ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকে এই দ্বিতীয় বারের মতাে যােগদান করছে। গতবার অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ প্রতিনিধিত্ব করেছিলেন। বিমান বন্দরে কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ মন্ত্রণালয়ের বহু উচ্চপদস্থ অফিসার ও বিভিন্ন ব্যাংকের কর্মচারীরা তার বিদায় সম্ভাষণ জ্ঞাপন করেন।৫৬
রেফারেন্স: ১৫ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত