You dont have javascript enabled! Please enable it! 1974.01.15 | অস্ত্রের কথা বললেও অস্ত্র দিয়ে মােকাবেলা করার ক্ষমতা তাদের নেই: বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

অস্ত্রের কথা বললেও অস্ত্র দিয়ে মােকাবেলা করার ক্ষমতা তাদের নেই: বঙ্গবন্ধু

জাতীয় সংসদ: জাতীয় সংসদে সরকারি দলের নেতা, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, যারা গণতন্ত্র এবং ব্যক্তিস্বাধীনতার নামে অস্ত্র দিয়ে রাজনীতি করতে চায় তাদের সে অধিকার দেয়া যায় কিনা তা চিন্তা করে দেখার সময় এসেছে। তিনি সকালে জাতীয় সংসদে শীতকালীন অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে আততায়ীর গুলিতে নিহত জাতীয় সংসদ সদস্য জনাব মােতাহের উদ্দিনের মৃত্যুতে স্পীকার কর্তৃক উত্থাপিত শােক প্রস্তাবের উপর ভাষণ দানকালে এ কথা বলেন, যারা অস্ত্র দিয়ে রাজনীতি করতে চায় বা অস্ত্রের ভাষায় কথা বললে তাদের জানা উচিত যে, এক মিনিটও অস্ত্র দিয়ে মােকাবেলা করার ক্ষমতা তাদের নেই। প্রধানমন্ত্রী বলেন, দু’একজনকে গুপ্ত হত্যা করে একটি রাষ্ট্র বা সরকারকে ধ্বংস করা যায় না। এই প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার এবং আওয়ামী লীগসহ অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন যথেষ্ট ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্র দিয়েছি। জনগণের অধিকার রয়েছে এবং জনগণ তা ভােগও করছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি দুঃখ করে বলেন, এক শ্রেণির লােক অস্ত্র দিয়ে তা নস্যাৎ করতে চায়— যাতে তারা কোনাে দিনই সফলকাম হবে না। তিনি বলেন, দুঃখের বিষয় যে, সরকার আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হবার জন্যই বােধ হয় আওয়ামী লীগের নেতা ও কর্মীদের গুপ্তহত্যার শিকার হতে হচ্ছে। ইতােমধ্যেই সংসদ সদস্য জনাব নুরুল হক, জনাব সগীর এবং জনাব গফুরসহ বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে, আমি আশা করি যে, ভবিষ্যতে এ জাতীয় দুর্ঘটনা আর ঘটবে না এবং গুপ্তঘাতকরাও এই পথ ত্যাগ করবে। তিনি মরহুম মােতাহের উদ্দিন এমপির আত্মার প্রতি গভীর শ্রদ্ধা পােষণ করে বলেন, মােতাহের উদ্দিন একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক কর্মী ছিলেন। সারাজীবনই তিনি দেশের মঙ্গলের জন্য আপসহীনভাবে সংগ্রাম করেছেন। প্রধানমন্ত্রী বলেন, মরহুম মােতাহের উদ্দিন স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তার জন্য তার বাড়ি-ঘর পাঞ্জাবী সেনারা জ্বালিয়ে দেয়। বঙ্গবন্ধু বলেন যে, মরহুম মােতাহের উদ্দিন তার নির্বাচনী এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। যার জন্য তিনি এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পেরেছিলেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক মূল্যবােধ বজায় রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।৫৩

রেফারেন্স: ১৫ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত