ভাসানী পাটের উৎপাদন চান না
কিশােরগঞ্জ: ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী রবিবার এখানে বলেন যে, দেশে খাদ্য ঘাটতির পরিপ্রেক্ষিতে পাট উৎপাদন বন্ধ করা উচিত। তিনি এখানে স্থানীয় স্টেডিয়ামে বক্তৃতা প্রসঙ্গে এ কথা বলেন যে, জনগণ সরকার কর্তৃক নির্ধারিত মূল্য পাচ্ছে না। অপরদিকে ভারত বাংলাদেশের পাটের বদৌলতে প্রচুর বৈদেশিক মুদ্রা কামাচ্ছে। মওলানা ভাসানী বলেন যে, শেখ মুজিব বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেটা ছিল ফ্রান্সের অনুরূপ সমাজতন্ত্র। তিনি আরাে বলেন, মানুষ এখনাে না খেয়ে মরছে। তিনি বলেন যে, ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। কিন্তু আওয়ামী লীগ সরকার বহু ধর্মীয় প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে। অথচ জনগণ সেখান থেকে ধর্মীয় শিক্ষা ও রীতি নীতি শিক্ষা পেত।৫০
রেফারেন্স: ১৪ জানুয়ারি ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত